সিলেট প্রতিনিধি::সিলেট মহানগরীতে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
( ১৯ এপ্রিল) শনিবার বিকেল ৫ টার দিকে চৌহাট্টা এলাকার আলপাইন রেস্টুরেন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি নাম শহিদ আহমদ চৌধুরী (৫৮)। তিনি সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার নেছার আহমদ চৌধুরীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক।
তিনি জানান, শনিবার বিকেলে নগরীর চৌহাট্টা এলাকায় একটি মোটর সাইকেল চৌহাট্টা থেকে নয়াসড়কের দিকে যাচ্ছিলো। সেসময় নয়াসড়ক থেকে চৌহাট্টার দিকে আসা চাল বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হোন।
ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। আর মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।
Leave a Reply