1. anjhonroy1@gmail.com : Anjhon Roy : Anjhon Roy
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৩৩

  • আপডেটের সময়: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১২ ভিউ

ইনাতগঞ্জ বার্তা ডেস্কঃ গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের একমাস পেরোলেও এখনও নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল। নিরীহ বাস্তুচ্যুতদের তাঁবু লক্ষ্য করে চলছে অবিরত বিমান হামলা। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সোমবার (২১ এপ্রিল) স্থানীয় সময় ভোরে দক্ষিণ গাজায় বানি সুহেইলার একটি বাড়িতে বিমান হামলা চালায় তেলআবিব। যাতে মৃত্যু হয় কমপক্ষে তিনজনের। এর আগে, রাতভর বোবামর্ষণ চলে রাফা, খান ইউনিস, জাবালিয়াসহ একাধিক স্থানে।

এছাড়াও, আল মাওয়াসি ক্যাম্পসহ নিরাপদ ঘোষিত অঞ্চলগুলোতে নিরন্তর বোমাবর্ষণ করছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) সেনারা।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের সাম্প্রতিক হামলায় আরও ১৪৫ জন আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে গাজায় ইসরায়েলি আগ্রাসনে আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৮৬৯ জনে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, অনেক হতাহত এখনও ধ্বংসস্তূপ ও রাস্তায় আটকা পড়ে রয়েছেন। কারণ উদ্ধারকারী দল তাদের কাছে পৌঁছাতে পারছে না। ইসরায়েলি সেনাবাহিনী গত ১৮ মার্চ গাজা উপত্যকায় ভয়াবহ বিমান হামলা চালায়, যাতে ১ হাজার ৮২৭ জন নিহত ও ৪ হাজার ৮২৮ জন আহত হন।এছাড়াও গত দেড় বছর ধরে চলমান আগ্রাসনে প্রাণ গেছে ৫১ হাজারেরও বেশি ফিলিস্তিনির। যদিও, গাজার সরকারি তথ্যানুসারে, এই সংখ্যা ৬১ হাজার ৭শ’র বেশি।

জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এর আগে গত বছরের নভেম্বরে, আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

https://10ms.io/wvN02H

এদিকে, গাজার মানবিক সংকট দিন দিন গভীরতর হচ্ছে। জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ইসরায়েলের অবরোধ ও হামলা বন্ধের জোর দাবি জানালেও তা কার্যত উপেক্ষিত হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, হাসপাতালগুলো চিকিৎসা সামগ্রী ও বিদ্যুৎ সংকটে জর্জরিত, এবং বেসামরিক নাগরিকদের জন্য নিরাপদ কোনো স্থান অবশিষ্ট নেই।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com