সিলেটের গোয়াইনঘাট থানা এলাকা থেকে ২৮২ বোতল বিদেশি মদসহ মো. খালেদ আহমেদ (২৯) নামে একজনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রবিবার (২০ এপ্রিল) দিবাগত রাতে গোয়াইনঘাট থানাধীন সিলেট-তামাবিল হাইওয়ে সড়কের বাঘেরপাড় বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক জব্দ করে র্যাব-৯। আটক খালেদ সিলেটের গোয়াইনঘাট থানার ৫নং আলীরগাঁও ইউপির খাগড়া এলাকার মো. আতাউর রহমানের ছেলে। বিষয়টি সোমবার (২১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর মাধ্যমে আটক ব্যক্তি ও জব্দকৃত আলামত সিলেট জেলার গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল
Leave a Reply