কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি।। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠপুত্র এম নাসের রহমান বলেছেন, বিচার না হয়ে কোন অবস্থাতেই আওয়ামীলীগ নির্বাচন করতে পারবেনা। আওয়ামীলীগ একটি দল মানুষ মেরেছে দলের নেতৃবৃন্দরা। এই সকল নেতৃবৃন্দের আগে বিচার হতে হবে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬ টায় কুলাউড়া পৌর শহরের আলালপুর সামাদ ভিলায় কুলাউড়া উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
দীর্ঘ সাড়ে ১৫ বছরে দলের নিচ থেকে উপর পর্যন্ত সবাই লুটপাট করেছে। এই দলের নেত্রী পতিত স্বৈরাচারীনি হাসিনা দেশের অর্থনীতি লুটপাট করে পালিয়ে গেছে। নির্বিচারে পাখির মতো ৮৩৪ মানুষকে হত্যা করেছে। ফ্যাসিস্ট এ দলটি দেশের জনগণের কাছে রাজনীতি করার অধিকার হারিয়েছে। এত মানুষ কে হত্যার পরও তাদের মাঝে কোন অনুশোচনা নেই। তারা ক্ষমা পর্যন্ত চায়নি মানুষের কাছে। ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি নেতাকর্মীদের গুম খুন গণহত্যা চালিয়েছে। তা-ই ফ্যাসিস্ট দল হিসেবে তারা রাজনৈতিক করার অধিকার হারিয়েছে।
দলীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে নাসের রহমান আরও বলেন, এই ফ্যাসিস্ট হাসিনার আওয়ামীলীগ ও তাদের দোসরদের সাথে যেসব বিএনপির পদধারীরা অতীতে দালালি করেছিল তারা যাতে কোনভাবেই বিএনপির কোনো পর্যায়ের কমিটিতে আসতে না পারে সে জন্য সতর্ক থাকতে হবে ।
নাসের রহমান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলকে নতুন করে ঢেলে সাজাতে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। দলের নেতাকর্মীরা কাউন্সিলের মাধ্যমে তাদের পছন্দের নেতা নির্বাচিত করবে। দলটির তৃণমূলের শক্তি বাড়াতে ওয়ার্ড থেকে ইউনিয়ন। ইউনিয়ন থেকে উপজেলা। উপজেলা থেকে জেলা পর্যায়ে কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব সৃষ্টি হবে।
উপজেলা বিএনপির আহ্বায়ক রেদওয়ান খাঁনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খাঁন এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল মুকিত, বকসী মিছবাউর রহমান, কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শওকতুল ইসলাম শকুসহ উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।
দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল
Leave a Reply