1. anjhonroy1@gmail.com : Anjhon Roy : Anjhon Roy
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি ঘোষিত ৩১ দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছাতে হবে : তারেক রহমান ট্রেনে অশ্লীল প্রস্তাব, বীভৎস অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী প্রেমে ব্যর্থ হয়ে চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আ*ত্মহত্যা সিলেটে ব জ্র পা তে নৌকা চালকের মৃ ত্যু মব জাস্টিস আর অ্যালাউ করা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা পতাকা বৈঠকে দেশে আনা হলো ভারতে নির্যাতনের শিকার দুই বাংলাদেশিকে চেলা-ইছামতী এসোসিয়েশন’র চুনাপাথর ব্যবসায়ীদের নিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ সভা বেশির ভাগ নায়কই এনগেজড বা বিবাহিত, প্রেম করব কীভাবে: দীঘি প্রতিদিন ২ কোটি টাকার টমেটো বেচাকেনা হয় যে বাজারে

প্রেমে ব্যর্থ হয়ে চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আ*ত্মহত্যা

  • আপডেটের সময়: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৯ ভিউ

রাজধানীর হাতিরপুলে একটি বাসা থেকে পিনাক রঞ্জন সরকার (২৪) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রেমে ব্যর্থ তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।

মারা যাওয়া পিনাক রঞ্জন সরকারের বাড়ি ময়মনসিংহের সদর উপজেলায়। ঢাবির চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ন বিভাগ মাস্টার্সের শিক্ষার্থী তিনি। পড়ালেখার পাশাপাশি একটি চিত্রাঙ্কন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শেখাতেন পিনাক। সপ্তাহে শুক্র ও শনিবার সেখানে শিশু ছাড়াও বিভিন্ন বয়সি শিক্ষার্থীদের ক্লাশ করাতেন।

 

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ইকবাল হোসেন ভূঁইয়া জানান, খবর পেয়ে সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাত পৌনে ৮টার দিকে হাতিরপুল ফ্রি স্কুল স্ট্রিটের ৩৮৭/৫ নম্বর বাড়ির ৯ম তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

এসআই জানান, দুই রুমের ফ্ল্যাটটিতে পিনাক এবং তার সহপাঠী জাহিদ হাসান থাকতেন। সন্ধ্যায় তার রুমমেট বাসায় ফিরে ফ্ল্যাটে ঢুকে পিনাক রঞ্জনের রুমটি ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরবর্তীকালে থানায় খবর দিলে ওই বাসায় গিয়ে দরজা ভেঙে রুমের ভেতরে ঢুকে দেখা যায়, ফ্যানের হুকের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে সে। তখন ঝুলন্ত অবস্থা থেকে তাকে নিচে নামানো হয়। তবে ততক্ষণে তিনি আর বেঁচে নেই। পরে আইনি পক্রিয়া শেষে মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

 

এই পুলিশ কর্মকর্তা বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, এক সহপাঠীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। গত এক মাস আগে তার সঙ্গে বিচ্ছেদ ঘটে। সেই কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া তার রুম থেকে একটি ডায়েরিতে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লেখা এমন একটি নোট পাওয়া গেছে। এছাড়া তিনি ফেসবুকেও একই কথা লিখে পোস্ট করেছিলেন।

https://10ms.io/xvfHJ3 https://10ms.io/TvfH13

ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিট থেকে ৭টা ২০ মিনিটের মধ্যর যেকোনো সময় তিনি এই ঘটনা ঘটিয়েছেন। এর বাইরেও ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, মর্গে উপস্থিত তার সহপাঠী ও রুমমেট জাহিদ হাসান জানান, সোমবার সন্ধ্যায় তিনি অফিস থেকে বাসায় ফিরে পিনাকের রুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। এরপর তিনি অনেকক্ষণ ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে তার বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের এবং প্রক্টোরিয়াল টিমকে বিষয়টি জানান এবং ৯৯৯ এর মাধ্যমে থানায় খবর দেন।

 

তিনি জানান, তাদেরই এক সহপাঠীর সঙ্গে পিনাকের প্রেমের সম্পর্ক ছিল। মাসখানেক আগে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। এরপরে কয়েক দিন মন খারাপ করে থাকলেও বর্তমানে তাকে দেখে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল। হঠাৎ সোমবার এ ঘটনা কি জন্য ঘটিয়েছে তা বলতে পারছি না।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com