সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের দিরাই উপজেলায় বজ্রপাতে ইকবাল হোসেন (৩৫) নামে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।
(২২ এপ্রিল) মঙ্গলবার সন্ধ্যায় দিরাই উপজেলার চন্দ্রিপুর গ্রামের বারাম হাওরে ঘটনাটি ঘটে।
মারা যাওয়া ইকবাল ভোলার চরফ্যাশন উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা। তিনি বারাম হাওরে ধানকাটা শ্রমিকের কাজ করতে এসেছিলেন।
পুলিশ জানায়, হাওরের ধান কাটার জন্য শ্রমিক হিসেবে ভোলার চরফ্যাশন উপজেলা থেকে সুনামগঞ্জের দিরাই উপজেলার বারাম হাওরে যান ইকবাল। মঙ্গলবার সারাদিন হাওরে ধান কাটেন তিনি। সন্ধ্যায় হাওর থেকে ধানের মালিকের বাড়ি ফিরছিলেন তিনি। এসময় ঝড়ের সঙ্গে বজ্রপাত হলে তিনি মাটিতে পড়ে যান। পরে হাওরের অন্য কৃষকরা তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, কয়েকদিন আগে ভোলা থেকে ধান কাটা শ্রমিক হিসেবে সুনামগঞ্জে আসেন ইকবাল। আজ বজ্রপাতে তিনি মারা গেছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply