মৌলভীবাজার প্রতিনিধি:: মৌলভীবাজারের কুলাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামীলীগ নেতা নবাব আলী সাজ্জাদ খাঁনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
(২২ এপ্রিল) মঙ্গলবার রাত ৯টায় কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন এলাকা থেকে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছারের নেতৃত্বে এসআই সুজন তালুকদার ও মোস্তাফিজুর রহমানসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত নবাব আলী সাজ্জাদ খান উপজেলা আওয়ামীলীগের সদস্য ও পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় থানায় মামলা রয়েছে। ওই মামলায় আওয়ামীলীগ নেতা সাজ্জাদ খানকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply