সুনামগঞ্জ প্রতিনিধি।। সুনামগঞ্জের তাহিরপুরে শতাধিক গ্রাহকের ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে ‘ওমেন্স গ্লোবাল এমপাওয়ারমেন্ট ফান্ড’ নামের একটি ক্ষুদ্রঋণ এনজিও সংস্থা। মঙ্গলবার সকাল থেকে উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের একটি ভাড়া বাড়ির অস্থায়ী অফিসে তালা ঝুলতে দেখা গেছে। আর ভুক্তভোগীরা অফিসের সামনে বসে বিলাপ করছেন। জানা যায়, ‘৫০ হাজার টাকা জমা করলে সহজ কিস্তিতে মিলবে ৫ লাখ টাকা ঋণ’ এমন লোভনীয় অফার ও প্রলোভন দেখিয়ে গত এক সপ্তাহ ধরে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল সংস্থাটি। তাদের কার্যক্রমের অংশ ছিল ক্ষুদ্রঋণ প্রদান এবং শর্তানুসারে ৫০ হাজার টাকা জমা করলে সহজ কিস্তিতে মিলবে ৫ লাখ টাকা ঋণ। তাছাড়া প্রাথমিক সদস্য হতে দুই হাজার টাকা সঞ্চয় দেন ভুক্তভোগীরা।
বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, অফিসটির সামনের অংশে বাহিরে ছোট একটি সাইনবোর্ড টানানো ঝুলানো রয়েছে। সাইনবোর্ডের উপরের অংশে লিখা ‘মাইক্রোফিনান্স এন্ড মাইক্রোক্রেডিট’ এবং ঠিক এর নিচে লিখা সৌজন্যে ‘ওমেন্স গ্লোবাল এমপাওয়ারমেন্ট ফান্ড’। অফিস তালাবদ্ধ দেখে ভুক্তভোগীরা কান্নাকাটি করছেন।
এছাড়া এ অফিসের বারান্দায় আরেকটি সাইনবোর্ড পড়ে থাকতে দেখা গেছে, সেখানে সংস্থাটির প্রধান কার্যালয় সেভয় আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন, রোড নং ৮, ব্লক-ডি, বিএড ভবন (২য় তলা), তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা উল্লেখ রয়েছে।
ভুক্তভোগী আবুল হাসেম বলেন, ‘পনেরশো টাকা সঞ্চয় দিয়ে সদস্য হয়েছি। পরে আরও ৫ হাজার টাকা জমা করি। একপর্যায়ে জানতে চাইলো কত টাকা ঋণ নিতে চাই, আমি ৫ লাখ টাকা জানালে আমাকে ৫০ হাজার টাকা জমা করতে বলে ওরা। তিনি ধারদেনা করে এই টাকা যোগাড় করে জমা দেন৷ এখন এসে দেখি অফিস তালাবদ্ধ, তারা পালিয়ে গেছে।
বাড়ির মালিক সৈয়দ মনিরুজ্জামান বলেন, ‘এনজিও পরিচয়ে তারা বাসা ভাড়া নেন এবং এ মাসের ১৩ তারিখ এসে ওঠেন। আমি তাদেরকে পরিচয়পত্র দিতে চাইলে তারা জানায় তাদের ডিরেক্টর আসলে চুক্তি করবেন। এসময়ের মধ্যে অফিস তালা মেরে তারা কিছু না বলেই চলে গেছে।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ‘এ বিষয়ে তাকে কেউ কিছু বলেনি, ভুক্তভোগীদের অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখবেন তিনি।
দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল
Leave a Reply