ছাতক প্রতিনিধি।। সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাহাড়ি ঢলে সম্ভাব্য বন্যার আশঙ্কায় দ্রুত বোরো ধান কেটে ঘরে তুলতে মাঠে নেমেছেন উপজেলা প্রশাসন। জেলা প্রশাসকের নির্দেশনায় কৃষকদের প্রক্রিয়াজাতকরণে ত্বরান্বিত করতে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম এবং উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান বুধবার (২৩ এপ্রিল) সকাল থেকে বিভিন্ন এলাকায় কৃষকদের সঙ্গে অংশ নিয়ে উৎসাহ প্রদান করেন।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী ছাতকে যেকোনো সময় পাহাড়ি ঢল নামতে পারে, যা জমিতে থাকা পাকা বোরো ধানের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। এই পরিস্থিতিতে ফসলের ক্ষয়ক্ষতি ঠেকাতে স্থানীয় প্রশাসন সরাসরি মাঠে গিয়ে কৃষকদের পাশে দাঁড়িয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম ও কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান মুক্তিরগাঁও, কালারুকা ইউনিয়নের তাজপুর, দক্ষিণ খুরমা ইউনিয়নের চৌকা ও জাউয়া ইউনিয়নের জাউয়া মাঠে গিয়ে কৃষকদের সঙ্গে ধান কাটায় অংশ নেন এবং তাদের উৎসাহিত করেন।
এই কার্যক্রমে ছাতক উপজেলার প্রতিটি ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
প্রশাসনের এই উদ্যোগে স্থানীয় কৃষকদের মাঝে উৎসাহ ও সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন অনেকেই। তারা বলেন, মাঠে কর্মকর্তাদের সরাসরি উপস্থিতি এবং শ্রম দিয়ে সহযোগিতা করায় আমাদের মনোবল অনেক বেড়ে গেছে।
ছাতকের ইউএনও বলেন, “প্রাকৃতিক দুর্যোগের আগেই যেন কৃষকের কষ্টের ফলন নিরাপদে ঘরে তোলা যায়, সেটা নিশ্চিত করতেই আমরা মাঠে নেমেছি। কৃষকই দেশের চালিকাশক্তি—তাদের পাশে থাকা আমাদের দায়িত্ব।
দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল
Leave a Reply