পর্নোগ্রাফি মামলার মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৯।
গ্রেফতারকৃত আসামি হুমায়ুন মিয়া (৩০), তিনি শ্রীমঙ্গল উপজেলার আলিসারকুল এলাকার নানু মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে র্যান-৯ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর কোম্পানী, সিলেট এবং সিপিসি-২, শ্রীমঙ্গল এর একটি যৌথ আভিযানিক দল ২৩ এপ্রিল (বুধবার) দিবাগত রাত সাড়ে ১০টায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন হবিগঞ্জ বাস ষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে এজাহার নামীয় পলাতক আসামী হুমায়ুন মিয়াকে (৩০) গ্রেফতার করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতারকৃত আসামীকে সিলেট কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সেখানে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল
Leave a Reply