এস কে কাওছার আহমেদ,আজমিরীগঞ্জ।। হবিগঞ্জের আজমিরীগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত উপজেলা হলরুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ এর আজমিরীগঞ্জ প্রতিনিধি ও সাবেক সভাপতি স্বপন বণিক ৮ ভোট পেয়ে পুণরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমাদের সময় প্রতিনিধি ফরহাদ চৌধুরী পেয়েছেন ৪ ভোট এবং মানবজমিন প্রতিনিধি আমীর হামজা পেয়েছেন ৩ ভোট। এছাড়া সাধারণ সম্পাদক পদে যায়যায়দিন এর আজমিরীগঞ্জ প্রতিনিধি আবু হেনা ৮ ভোট পেয়ে পুণরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্থানীয় দৈনিক তরফ বার্তার প্রতিনিধি কামরুল হাসান কুহিন পেয়েছেন ৬ ভোট ও শরীফ উদ্দিন পেশোয়ার পেয়েছেন ১ ভোট।
প্রধান নির্বাচন কমিশনার ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এবং আজমিরীগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা শরীফ চৌধুরী।
অন্যদিকে, কোষাধ্যক্ষ পদে সনজিব রায় চক্রবর্তী ১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিকে ব্যানার্জি পেয়েছেন ৪ ভোট। সহ-সভাপতি পদে আমিনুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক পদে মিলন মাহমুদ, দপ্তর সম্পাদক পদে তাজুল ইসলাম মুজাহিদ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. সোহেলা রানা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৫ জন। এছাড়াও ভোট গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, শোয়েব চৌধুরী, রাসেল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর, আবু হাসিব খান চৌধুরী পাবেল, শাকিল চৌধুরী, আব্দুর রউফ সেলিম, আজমিরীগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা খালেদুর রশীদ ঝলক, সুরুজ আলী, ফয়সল চৌধুরী, নুর উদ্দিন, সহিবুর রহমান, আজহারুল ইসলাম মুরাদ, সাইফুর রহমান তারেক, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি একে এম আজাদ ও বর্তমান সভাপতি এটিএম সালাম প্রমুখ।
দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল
Leave a Reply