জকিগঞ্জ প্রতিনিধি::“দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই; লিগ্যাল এইড আছে, কোনো চিন্তা নাই” প্রতিপাদ্য নিয়ে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (চৌকি) আদালতের আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উদযাপন করা হয়।
(২৮ এপ্রিল) সোমবার র্যালিটি আদালত প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বাজার ও পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।
পরে জকিগঞ্জ উপজেলা অডিটরিয়ামে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ আব্দুল আহাদ, কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল মোমেন, ওসি জহিরুল ইসলাম মুন্না, প্যানেল আইনজীবী ফজলুল হকসহ বিভিন্ন আইনজীবী, শিক্ষক, আদালত কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা লিগ্যাল এইডের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির গুরুত্ব তুলে ধরেন এবং সেবার পরিধি বৃদ্ধির আহ্বান জানান। সভার সভাপতি নাজমুল হাসান বলেন, জনগণ সরাসরি বা অনলাইনে আবেদন করে এবং ১৬৪৩০ নম্বরে কল করে আইনি সহায়তা নিতে পারবেন। তিনি লিগ্যাল এইড কার্যক্রমকে আরও গণমুখী করতে অনলাইন প্রচারের আহ্বান জানান।
Leave a Reply