স্টাফ রিপোর্টার:: হবিগঞ্জের মাধবপুরে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আন্দিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমানকে গ্রেফতার করেছে মাধবপুর থানা পুলিশ।
আতিকুর রহমান মাধবপুর পৌর এলাকার মৃত সাজিদুর রহমানের ছেলে।
(২৮ এপ্রিল) সোমবার দুপুরে মাধবপুর উপজেলা পরিষদের সমন্বয় সভায় যোগদান করতে গেলে পুলিশ তাকে উপজেলা পরিষদের সামনে থেকে আটক করে।এসময় সমন্বয় সভায় যোগদান করতে আসা আওয়ামীলীগ সমর্থক তিন চেয়ারম্যান পালিয়ে যেতে সক্ষম হন।
আতিকুর রহমানকে আটকের সংবাদে মাধবপুরে বিএনপি তাৎক্ষণিক আনন্দ মিছিল করেছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুলাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে বলেন,বৈষমবিরোধী আন্দোলনের সময় আওয়ামীলীগ নেতা চেয়ারম্যান আতিকের নেতৃত্বে ভাংচুর,অগ্নিসংযোগ,মারামারি সহ বিভিন্ন অপরাধ সংঘটিত হয়েছে।তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তাকে চুনারুঘাট থানার একটি মামলায় গ্রেফতার করা হয়েছে।
সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।
Leave a Reply