বার্তা ডেস্ক :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কারের আলাপ যত দীর্ঘ হবে, দেশ তত বেশি সংকটের মুখে পড়বে, ষড়যন্ত্রকারীরা তত বেশি ষড়যন্ত্র করার সুযোগ পাবে। জানান, সংস্কার বাস্তবায়ন করতে হলে একটাই উপায় নির্বাচন। তিনি বলেন, জনগণের ভাগ্য পরিবর্তনের কাজ শুরু করতে হলে দ্রুত নির্বাচনের পথে যেতে হবে। যতো দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করা যাবে, ততো দ্রুত দেশকে আরও ধ্বংসের হাত থেকে রক্ষা করা যাবে।
রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত ৩১ দফা সংস্কার কর্মসুচির জনসম্পৃক্ততায় রাজধানীর কদমতলী থানায় কর্মশালা করে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ। (২ ফেব্রুয়ারি) রোববার বিকালে এ কর্মশালায় ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান।
এসময় তারেক রহমান বলেন, বিএনপি যখন সংস্কার প্রস্তাব দিয়েছিলো, তখন কেউ এ নিয়ে কথা বলেনি। যারা প্রতিনিয়ত সংস্কার সংস্কার করছেন, তারা স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে সাহস করে তখন কিছুই বলেননি। তারপরও এখন বলায় তাদের ধন্যবাদ জানান তারেক রহমান।
তিনি বলেন, রাজনীতির গুনগত পরিবর্তন আনতে চাইলে সবাইকে এগিয়ে আসতে হবে। আবারও জবাবদিহিতার ওপর জোর দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
কর্মশালায় বিএনপি নেতারা বলেন, এ ধরনের কর্মসুচির মাধ্যমে দলের নেতাকর্মীরা সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে ভালোভাবে জেনে জনগণকে সচেতন করতে পারবেন।
Leave a Reply