1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০১:১১ অপরাহ্ন

কমলগঞ্জে টমেটো চাষ করে সফল চাষিরা

  • আপডেটের সময়: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৭ ভিউ

কমলগঞ্জ প্রতিনিধি।। মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলায় ক্লাস্টার ভিত্তিতে মালচিং পেপার ব্যবহার করে আগাম টমেটো চাষ করে সফলতা পেয়েছেন শুকুর উল্লারগাঁও গ্রামের কৃষকরা।

তরুণ কৃষক আব্দুল মান্নান এ বছর ১০ বিঘা জমিতে আগাম টমেটো আবাদ করেছেন। তার উৎপাদন খরচ হয়েছে প্রায় ২১ লাখ টাকা। এ পর্যন্ত প্রায় ৪৫ লক্ষ টাকার টমেটো বিক্রি করেছেন।

 

কৃষক আব্দুল মান্নান গত বছর ৬ বিঘা জমিতে আগাম জাতের টমেটোর আবাদ করেন। খরচ বাদে তার লাভ হয় প্রায় ২০ লাখ টাকা। নতুন এই পদ্ধতিতে আগাম টমেটো চাষ করে কৃষক আব্দুল মান্নানের ব্যাপক সাফল্য পাওয়ায় ও অধিক লাভবান হওয়ায় ইতোমধ্যে এলাকায় বেশ সাড়া পড়েছে। আব্দুল মান্নানের পাশাপাশি আমিনা বেগমও টমেটো চাষে উদ্বুদ্ধ হন। আমিনা বেগম জানান, হীড বাংলাদেশ এর সহায়তা নিয়ে তিনি ২ বিঘা জমিতে টমেটো চাষ করেছেন। এতে ব্যয় হয়েছে ৩ লক্ষ টাকা। এ পর্যন্ত তিনি ৭ লক্ষ টাকার টমেটো বিক্রি করেছেন।

 

 

একই গ্রামের কৃষানী মর্জিনা বেগমও ২ বিঘা জমিতে টমেটো চাষাবাদ করেন। খরচ বাদে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা আয় করে সফলতা পেয়েছেন। এভাবেই শুকুরউল্লাহগাঁও এর আব্দুল মান্নান, আমিনা বেগম, মর্জিনা বেগম, আব্দুস সালাম, খায়রুদ্দিন, হোসনে আরা বেগম, জামাল হোসেন, আলাউদ্দিন, জয়নাল আবেদীন, হেলাল উদ্দিন, কামাল উদ্দিন ও মহুব আলীর মতো কৃষকরা টমেটো চাষ করে সফলতা পেয়েছেন।হীড বাংলাদেশ এর কৃষি কর্মকর্তা সোহেল সিকদার বলেন, কৃষি ইউনিটের কৃষিখাতে হীড বাংলাদেশ এর বাস্তবায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় টমেটো চাষিরা এখন স্বাবলম্বী। মালচিং পেপার, জৈব সার, বীজ, রাসায়নিক সার, জৈব বালাইনাশক, হলুদ কার্ড, ফেরোমন ফাঁদ, প্রশিক্ষণ, নিয়মিত ক্ষেত পরিদর্শন ও পরামর্শ প্রদানের মাধ্যমে তাদের সহায়তা করা হয়েছে।

 

 

এছাড়া ক্লাস্টার ভিত্তিতে মালচিং পেপার ব্যবহার করে আধুনিক পদ্ধতিতে আগাম চাষাবাদ করায় টমেটো চাষিরা প্রথম দিকে বেশি দামে বিক্রি করতে সক্ষম হন এবং পরিবহন খরচ অনেকটা সাশ্রয় হয়েছে। শুকুরউল্লাহগাঁও এর ১২ জন চাষি ১১৮৫ শতাংশ জমিতে ক্লাস্টার ভিত্তিতে, মালচিং পেপার ব্যবহার করে টমেটো চাষ করেছেন। এতে খরচ হয়েছে প্রায় ৭৭ লক্ষ টাকা। বিক্রি হয়েছে প্রায় ১ কোটি ৬৪ লক্ষ টাকার টমেটো। এখন যদি আবহাওয়া অনূকূলে থাকে আর বৃষ্টিপাত না হয়, তাহলে আরো ২৫ থেকে ৩০ লক্ষ টাকার টমেটো বিক্রি করা সম্ভব হবে- এমনটাই আশা প্রকাশ করেছেন টমেটো চাষিরা।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com