বার্তা ডেক্সঃ প্রায় ১৯ ঘণ্টা পর উপাচার্যের আশ্বাসে অনশন স্থগিত করেছেন পোষ্য কোটা বাতিলের দাবিতে আমরণ অনশনরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান অনশনরত শিক্ষার্থীদের জুস পান করিয়ে অনশন ভাঙান।
এর আগে গতকাল রবিবার সকাল ১১টা থেকে অনশন কর্মসূচি শুরু করেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। এতে সংহতি জানায় জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটভুক্ত দুটি সংগঠন, ইসলামী ছাত্রশিবির ও ছাত্র ইউনিয়নের জাবি সংসদের একাংশ ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। অনশন স্থগিতের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, ‘প্রশাসন আমাদের সঙ্গে নীতিগত জায়গায় একমত হয়েছে। প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছে যৌক্তিক সমাধান করার। বিকেল মিটিংয়ে আলোচনার ফলাফল দেখার শর্তে আমরা আমাদের কর্মসূচি স্থগিত করেছি।’অনশন কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী নাজমুল হাসান বলেন, ‘আন্দোলনের আকাঙ্ক্ষাকে ধারণ করে পোষ্য কোটার বিষয়ে যৌক্তিক সুরাহা প্রদানের আশ্বাস দেন।এই আশ্বাসে অনশনকারী শিক্ষার্থীরা অনশন কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে। যদি প্রশাসন আমাদের দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ না করে তাহলে পরবর্তীতে বড় আন্দোলনের ডাক দেওয়া হবে।’
Leave a Reply