বিনোদন ডেক্সঃ বলিউড লাস্যময়ী প্রিয়াঙ্কা চোপড়ার গ্ল্যামারের মতো বদনামেরও অভাব নেই। পরকীয়া, গোপন সম্পর্ক— দুটোতেই নাকি সিদ্ধহস্ত তিনি। গুঞ্জন আছে তার প্রেমের প্রসাদ নিয়েছেন শাহরুখ খান, অক্ষয় কুমাররাও। তবে দিন শেষে সম্পর্ক থেকে বদনাম ও দুঃখ ছাড়া কিছু জোটেনি।
বেদনার তরী বয়ে পশ্চিমা গায়ক নিক জোনাসকে আঁচলে বাঁধেন। তার সঙ্গে সাজিয়েছেন সংসার। তবে নিককে জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করতে বেশ কয়েকটি দিক দেখেছিলেন পিগি চপভারতীয় সংবাদমাধ্যমে এক প্রতিবেদনে বলা হয়েছে, এই মুহূর্তে ভাইয়ের বিয়ে উপলক্ষে মুম্বাইয়ে রয়েছেন প্রিয়াঙ্কা। নিজের বিয়ের সময় পাত্রের মধ্যে যে গুণগুলো দেখেছেন সে প্রসঙ্গে দেশি গার্ল বলেন, ‘‘প্রথমত আমি দেখেছি মানুষটা সৎ কি না! কারণ জীবনে সম্পর্কের ক্ষেত্রে অনেক কষ্ট পেয়েছি। দ্বিতীয়, মানুষটা পরিবারকে সময় দেয় কি না সেটা দেখেছিলাম।”
এরপর বলেন, “তৃতীয়, আমার পেশাকে সম্মান করে কি না! কারণ আমি ভীষণ সিরিয়াস আমার কর্মজীবন নিয়ে। চতুর্থত, আমি সব সময় এমন একজনকে চেয়েছি যে সৃষ্টিশীল হবে। জীবনে আমার সঙ্গে যাঁর বড় কিছু করার লক্ষ্য আছে।সর্বশেষ প্রিয়ঙ্কা জানান, তার সঙ্গীকে উচ্চাকাঙ্খী হতে হবে তার মতো। নিকের মধ্যে এই পাঁচ গুণ থাকায় তার সঙ্গেই সংসার পাতেন প্রাক্তন বিশ্ব সুন্দরী।
২০১৮ সালে বিয়ে করেন প্রিয়াঙ্কা-নিক। তাদের ঘর আলো করে আছে একরত্তি কন্যা মালতী। স্বামী সংসার নিয়ে যুক্তরাষ্ট্রে সংসার পেতেছেন প্রিয়াঙ্কা।’
Leave a Reply