বার্তা ডেস্ক :: নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, টেকনাফের ঘুমদুম সীমান্তে ভবিষ্যতে স্থল বন্দর করা যায় কীনা সেটি ভেবে দেখছে সরকার। কারণ মিয়ানমারে যাই হোক না কেন বাংলাদেশের সাথে রাখাইন প্রদেশের সম্পর্ক ছিলো এবং ভবিষ্যতেও থাকবে।
(৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
এসময় নৌ উপদেষ্টা আরও বলেন, চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক প্রচুর বিদেশি বিনিয়োগ আসছে। দেশ ও বন্দরের স্বার্থ নষ্ট হয় এমন কোনো কিছু এ সরকার করবে না। দ্বিতীয় সমুদ্র বন্দর হিসেবে পরিচিত মোংলা বন্দরকে উন্নত করতে ও সক্ষমতা বাড়াতে চায়নার একটি প্রকল্প পাস হয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply