স্টাফ রিপোর্টার।। নবীগঞ্জ-শেরপুর সড়কে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সাথে মুজিবুর রহমানের ম্যারাল ভাঙচুর করেছে যুবদল ও ছাত্রদলের বিক্ষোব্ধ নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার ( ৬ই ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এই ভাঙচুর অভিযান চলে। পরে ভুলডোজার দিয়ে সম্পূর্ণ ম্যারাল ভাঙচুর করা হয়। জানা যায়- বুধবার দিবাগত রাতে শেখ হাসিনার বক্তব্য দেয়ার ঘোষণাকে কেন্দ্র করে উত্তাল হয়ে পড়ে সারাদেশ। ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনসহ দেশের বিভিন্ন স্থানে। আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বাড়ি, শেখ মুজিবের ম্যুরাল এবং মুজিব পরিবারের সদস্যদের নাম সম্বলিত ফলক ভাঙচুরের ঘটনা ঘটে।বৃহস্পতিবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা যুবদল ও ছাত্রদলের ২০-২৫ জন বিক্ষোব্ধ নেতাকর্মীরা নবীগঞ্জ-শেরপুর সড়কস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে নির্মিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি ভেকু মেশিন দিয়ে উড়িয়ে দেন।
দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল
Leave a Reply