বার্তা ডেস্ক।। মৌলভীবাজার জেলার বড়লেখায় এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণে অভিযুক্ত দেলোয়ার হোসেন (৩০) পালিয়ে আত্মগোপন করেছিলেন চাঁদপুর জেলায়। কিন্তু শেষ রক্ষা হয়নি। মঙ্গলবার রাত ১১টা ৪০ মিনিটে র্যাব-৯ এর বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন মৌলভীবাজার জেলার বড়লেখা থানার বড়ময়দান গ্রামের ময়না মিয়ার ছেলে।
র্যাব জানায়, ৯ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বসতঘরে নিয়ে পাঁচ বছরের এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করেন দেলোয়ার। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে বড়লেখা থানায় মামলা দায়ের করলে দেলোয়ার পালিয়ে যান।
ঘটনার পর র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে। অবশেষে তথ্যপ্রযুক্তির মাধ্যমে অবস্থান শনাক্ত করে মঙ্গলবার রাত ১১টা ৪০ মিনিটে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার টুবগী এলাকা থেকে দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে র্যাব।
দেলোয়ারকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার, সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।
দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল
Leave a Reply